ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর কাফরুল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মোহাম্মদ রাসেদুল আলম জুম্মা (৪৫) ও মো. আশরাফ আলী (৪৯)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কাফরুল থানার ইব্রাহিমপুর আনন্দ রোডে দুজন অস্ত্র-গুলিসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে কাফরুল থানার একটি চৌকস দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাসেদুল ও আশরাফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ব্রাজিলের তৈরি একটি ৯ এমএম তরাশ পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি আইফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে ডিসি মুহাম্মদ তালেবুর বলেন, গ্রেফতাররা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।

কেআর/ইএ/জেআইএম