ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীতে আব্দুর রহিম ওরফে রহিম মেম্বার (৪০) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে বাঁশখালী থানার শিলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মনকিরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রহিম ওই গ্রামের মোহামদ মোস্তফার ছেলে। রোববার (৯ ফেব্রুয়ারি) রহিম মেম্বারকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পশ্চিম শিলকূপ ইউনিয়নের মনকিচর এলাকায় অভিযান পরিচালনা করে এক বছরের সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামি আব্দুর রহিম ওরফে রহিম মেম্বারকে গ্রেফতার করা হয়।

এমডিআইএইচ/এমআরএম/জিকেএস