আইনজীবী আল মামুন রাসেলের বাবার জানাজা অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেলের বাবা আবুল হাসেমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৬টায় নিজ বাড়িতে স্টোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা রাজনৈতিক ব্যক্তিত্ব মাহফুজুর রহমান, বেলাল হোসাইন, বিশিষ্ট আইনজীবী মোবারক হোসেন, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, মোশাররফ হোসেন ওপেল, কাজী মু. ইয়াছিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা।
এছাড়া মরহুমের জানাজায় হাজারো ধর্মপ্রাণ মুসলমান এবং বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
জেএইচ/এমএস