আয়নাঘর পরিদর্শনে কেন এত কম গণমাধ্যম, ব্যাখ্যা করলেন প্রেস সচিব
আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস/ ছবি- সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার রাজধানীর তিনটি স্পটের আয়নাঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংবাদ সংগ্রহের জন্য হাতে গোনা মাত্র কয়েকটি দেশে-বিদেশি গণমাধ্যমকে সুযোগ দেওয়া হয়।
দেশীয় গণমাধ্যমের মধ্যে ছিল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিদেশি গণমাধ্যমের মধ্যে আল জাজিরা টেলিভিশন ও নেত্র নিউজ নামে একটি অনলাইল নিউজপোর্টল ছিল। এছাড়া একজন সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
আয়নাঘর পরিদর্শন অনুষ্ঠান কাভারেজে এত স্বল্প সংখ্যক গণমাধ্যম রাখার বিষয়ে জানতে চাওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে। বিষয়টিতে তিনি দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে একটি ব্যাখ্যা দেন।
প্রেস সচিব বলেন, আমরা যেসব জায়গায় গেলাম সেগুলো খুবই টাইনি, খুবই ছোট ছোট রুম। এটার যে প্যাসেজ- কিছু কিছু ক্ষেত্রে ইট ভেঙে ওইটা থেকে প্যাসেজ তৈরি করতে হয়েছে। পুরো বিষয়টি লজিস্টিক্যালি একটা চ্যালেঞ্জ ছিল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন উপলক্ষে এ প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
- আরও পড়ুন
বিগত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে, যার নমুনা আয়নাঘর
আওয়ামী লীগের শাসনামলে গুমে জড়িতদের বিচার না হলে নিষ্কৃতি পাবো না
সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছিল, প্রধান উপদেষ্টা দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা আশা করেছিলেন আয়নাঘর পরিদর্শনের সুযোগ তারা পাবেন। কিন্তু আজ হাতে গোনা দুই-তিনটি প্রতিষ্ঠানকে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা।
প্রেস ব্রিফিংয়ে একজন গণমাধ্যমকর্মী জানতে চান, অনুষ্ঠানটি কাভারেজের জন্য কারা সুযোগ পেয়েছেন? কী ক্রাইটেরিয়ায় এ সুযোগ পেয়েছেন তারা?
এ প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বল্প সংখ্যক গণমাধ্যমকর্মী নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের আইডিয়া ছিল বিটিভি থেকে দুইজন ক্যামেরাম্যান ও পিআইডি থেকে ফটোগ্রাফার নেবো। প্রেস উইং থেকে ফটোগ্রাফার নিয়েছি। এছাড়া বাইরে থেকে আল জাজিরা টেলিভিশন ও নেত্র নিউজ। নেত্র নিউজ বাংলাদেশ ফোকাস একটা নিউজ ওয়েবসাইট। আয়নাঘরের বিষয়ে (আয়নাঘর সংক্রান্ত তথ্য প্রকাশে) তাদের যথেষ্ট অবদান আছে। এ ছাড়া আরেকজন সাংবাদিক ছিলেন। এর বাইরে আমরা (কাউকে) নিতে পারিনি।
তবে আয়নাঘর পরিদর্শনকালে কোন সাংবাদিক ছিলেন তার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রেস উইং।
এমইউ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ কফিন দক্ষিণ প্লাজায় নয়, থাকবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে
- ২ খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৩ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
- ৪ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক
- ৫ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা