চিকিৎসককে হত্যার দায় স্বীকার আইএসের
কুষ্টিয়ায় সানোয়ার হোসেন (৫৫) নামে হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
আইএসের সহযোগী সংবাদ সংস্থা আমাক নিউজের এক খবরে বলা হয়েছে, জিহাদি যোদ্ধারা বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় কুষ্টিয়া জেলার এক চিকিৎসককে হত্যা করেছে। ওই চিকিৎসক খ্রীস্টধর্ম প্রচার করত বলে দাবী করেছে জঙ্গিরা। 
শুক্রবার সকালে সাইফুজ্জামান ও সানোয়ার হোসেন মটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। তারা শহরের অদূরে বিআরবি কেবলের পাশে বটতৈল বাজার সংলগ্ন শিশির মাঠ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চিকিৎসক সানোয়ার হোসেনের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
সানোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে পুলিশ।
টিটিএন/এমএস