ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোটি টাকার অবৈধ সম্পদ

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সুবিদ আলীর নামে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, তার স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে অবৈধভাবে ৮ কোটি ৮৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ক্ষমতার পটপরিবর্তনের পর সাবেক এই এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। মোহাম্মদ আলী কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। 

আরও পড়ুন

এজাহারে বলা হয়েছে, সুবিদ আলী ও তার স্ত্রী মাহমুদা আখতারের অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৬ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা ও ১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা। আর সুবিদ আলীর ছেলে মোহাম্মদ আলীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকা।

এছাড়া সুবিদ আলীর ২২টি ব্যাংক হিসাবে ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা, মাহমুদা আখতারের ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ ও মোহাম্মদ আলীর ২৫টি ব্যাংক হিসাবে ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এসএম/ইএ