জিহাদ উদ্ধারে ফায়ার সার্ভিসের ব্যর্থতায় সংঘর্ষ-ভাঙচুর
শিশু জিহাদ উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও ওয়াসা ব্যর্থ হয়েছে দাবি করে রাজধানীর শাহজাহানপুরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন।
শনিবার বিকেল চারটায় বিক্ষুব্ধ জনতা রেলওয়ে কলোনির রেলওয়ের আবাসন বিল্ডিং, টিনের ঘরসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।
বিক্ষুব্ধ জনতার দাবি, ফায়ার সার্ভিস নামকাওয়াস্তে উদ্ধার অভিযান চালিয়েছে। তাদের ২৩ ঘণ্টার অভিযানে শিশু জিহাদকে উদ্ধার করতে পারেনি। কিন্তু ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান বন্ধ ঘোষণার পরেই বেসরকারি লোকজন শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়।
ফায়ার সার্ভিসের ডিজির বক্তব্য শেষ হওয়ার ৫ মিনিটের মধ্যেই শিশুটি উদ্ধার হয়। শিশুটি উদ্ধারে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসের এক বছরের বাজেট বন্ধ করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
তবে ডিএমপির এপিসি গাড়ি নিয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতা সটকে পড়েন।
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত