আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
সাভারের আশুলিয়ায় কাঠ বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. জাহাঙ্গীর (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়ে তার স্ত্রী ও পাঁচ বছরের শিশু চিকিৎসাধীন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ওইদিন মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মো. জাহাঙ্গীরের মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মো. জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ দগ্ধ ছিল। তার স্ত্রী বিউটি আক্তারে শরীরের ৩৩ শতাংশ দগ্ধ ও তার সন্তানের শরীরের ৮০ শতাংশ দগ্ধ। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
কাজী আল-আমিন/এএমএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ২ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৩ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির
- ৪ ঘনকুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি
- ৫ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি