ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট

বনশ্রীতে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

গুলি করে ব্যবসায়ীর স্বর্ণলুটের ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানীর বনশ্রী এলাকা। সড়ক অবরোধ করে এলাকার ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। নিরাপত্তা চান সেনাবাহিনীর সদস্যদের কাছেও। এদিকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, লুটের ঘটনায় জড়িত থাকতে পারেন বাড়ির মালিক ও নিরাপত্তাকর্মী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ছিনতাইয়ের ঘটনাস্থলে প্রথমে মানববন্ধন করেন তারা। পরে বনশ্রীর মূলক সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের অনুরোধ করে রাস্তা থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বিক্ষুব্ধ জুয়েলারি মালিক সমিতির দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, নিরাপত্তা জোরদার করতে হবে। খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার ও জুয়েলারি ব্যবসায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, আমরা সবসময় শঙ্কায় থাকি। যেভাবে আমাদের ব্যবসায়ীদের ওপর হুমকি জুলুম নেমে আসছে, তা আগে কখনো এভাবে ঘটতে দেখিনি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে নানা সময়ে নানা ছুতোয় ভ্যাট নেয় সরকার, কিন্তু নিরাপত্তা কোথায় আমাদের! আমরা চাই সরকার দ্রুত নিরাপত্তা নিশ্চিত করুক, স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের ওপর গুলি, হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের যেন ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।

আরেক ব্যবসায়ী বলেন, তিনটি মোটরসাইকেলে এসে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ আছে। ভিডিও প্রচার হয়েছে। সেখানে তিনটি মোটরসাইকেলের নম্বর প্লেট আছে। ছয়-সাতজন সন্ত্রাসীর মধ্যে একজনের মুখোশ ছাড়া দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করলেই অপরাধীদের খুঁজে বের করা সম্ভব, কারা ঘটনার সঙ্গে জড়িত।

তিনি অভিযোগ করে বলেন, সবুজবাগ, খিলগাঁও ও রামপুরা থানা স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন। তিনি কিছুদিন আগে আমাকে বলেছিলেন সন্ত্রাসীরা চাঁদা চায়। কী করবো এখন। বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। কিছু টাকাও তিনি দিয়েছিলেন।

আরও পড়ুন

এ স্বর্ণ ব্যবসায়ী বলেন, আমার মনে হয় ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ারের কাছে থেকে চাঁদা দাবি করা নম্বরগুলো ধরে তদন্ত করলে অনেক কিছু বের হবে। কারা হুমকি দিয়েছিল, টাকা নিয়েছিল বের করা হোক।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে স্বর্ণ-ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ১৬০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওটিতে দেখা যায়, বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে তিনটি মোটরসাইকেলে করে মোট সাতজন দুর্বৃত্ত ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে একটি বাড়ির গেটের সামনের রাস্তায় ফেলে দিয়ে একজন তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়।

অন্যদিকে আরেকজন আনোয়ারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছিল। এই সময় ভুক্তভোগী ব্যবসায়ী মাগো মাগো করে চিৎকার করছিলেন। ছিনতাইকারীদের যখন ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিচ্ছিলেন ওই ভুক্তভোগী তখন পাশে দাঁড়ানো আরেকজন তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এর কিছুক্ষণ পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের ধরার চেষ্টা চলছে। ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন। রাস্তা অবরোধ করেছিলেন, তাদের অনুরোধ করে সরিয়ে দেওয়া হয়েছে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।

টিটি/বিএ/এমএস