জিহাদ নিহত : রেলওয়ের তদন্ত কমিটি গঠন
রাজধানীর শাজাহানপুর ট্র্যাজেডির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার ঘটিত এই তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
জানা যায়, রেলওয়ের ঢাকা বিভাগের প্রকৌশলী-৩কে তদন্ত কমিটির আহ্বায়ক করে আরও দু’জন নির্বাহী প্রকৌশলীকে কমিটির সদস্য রাখা হয়েছে। শিশু জিহাদ যে নলকূপে পড়ে গিয়েছিল সেটা কেন স্থাপন করা হয়েছিল, কার নির্দেশে স্থাপন করা হয় এবং রেলওয়ের কোনো কর্মকর্তা বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল কিনা সেটা তদন্ত কমিটি যাচাই-বাছাই করে রিপোর্ট দেবে।
রোববারের মধ্যেই তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানান বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী আহম্মদ উল্লাহ।
সর্বশেষ - জাতীয়
- ১ ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হবে: ইসি
- ২ ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা, তিনজনের কারাদণ্ড
- ৩ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা যুক্তরাষ্ট্রের
- ৪ বারবার বিলম্ব হওয়া প্রকল্প দ্রুত সমাধানের তাগিদ ত্রাণ উপদেষ্টার
- ৫ ডাকসুর কনসার্টে সিগারেট বিপণনে তামাক কোম্পানির শাস্তি দাবি