চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. জালাল হোসাইন আশফাক (২০) ও মো. নাঈমুল হক নাহিয়ান (১৯)।
রোববার (৯ মার্চ) দুপুরে পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের রোববার সকালে আদালতে পাঠানো হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শেরশাহ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুই সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।
এমডিআইএইচ/এমকেআর/জিকেএস