বার্ন ইনস্টিটিউটের ১৫তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫ তলা থেকে লাফিয়ে পড়ে পলাশ (৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালের দিকে এ ঘটনা ঘটে।
৬০১ নম্বর ওয়ার্ডে ছিলেন ওই রোগী।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নিহত পলাশ ইনহ্যালেশন বার্ন নিয়ে ৬০১-এইচডিইউতে ভর্তি ছিলেন। ওই রোগীর আগে থেকেই মানসিক সমস্যা ছিল। সকালের দিকে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজি করে বার্নের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা জানতে পারি ১৫ তলা থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করার কথাও জানান তিনি।
কাজী আল আমিন/এসএনআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ মুক্তিযোদ্ধাদের ভূমিকা অস্বীকারকারীদের সামরিক ইতিহাস জ্ঞান নেই
- ২ ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক ছিল না
- ৩ হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান
- ৪ যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের
- ৫ কোরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে, আশা ড. ইউনূসের