স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব রেজাউল মাকছুদ জাহেদী
স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন রেজাউল মাকছুদ জাহেদী। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করছিলেন।
মাকছুদ জাহেদীকে স্থানীয় সরকার বিভাগে বদলি করে সোমবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত বছরের ৬ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন রেজাউল মাকছুদ জাহেদী। বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগ দেন ১৯৯৪ সালে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দেওয়ার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।
আরএমএম/এমএইচআর
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ২ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৩ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি
- ৪ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ
- ৫ টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার