বনানীতে বাস উল্টে ৪২ পোশাকশ্রমিক আহত
বনানীতে উল্টে যাওয়া বাস
রাজধানীর বনানীতে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসটিতে থাকা ৪২ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) সকালে বনানীতে আর্মি স্টেডিয়ামের সামনে ফাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
- গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
- ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাস ফেরত যুবকের
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টসকর্মীদের আনা-নেওয়া করতো। গার্মেন্টসকর্মীদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। পথে বনানীতে এই দুর্ঘটনা ঘটে। এতে ৪২ জন শ্রমিক আহত হন। তবে ছয়জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। মালিকপক্ষ আহতদের দেখভাল করছে।
বাসটি কেন এবং কী কারণে উল্টে গেলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
টিটি/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ২ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৩ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির
- ৪ ঘনকুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি
- ৫ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি