চট্টগ্রামে ছাত্রলীগ নেতা তানিম গ্রেফতার
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ইরফান হাসান মান্নান ওরফে তানিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
নগরীর কোতোয়ালী থানাধীন কাজির দেউড়ী এলাকা থেকে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তানিম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মান্নানের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রলীগের দক্ষিণ জেলা সহ-সভাপতি তানিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার তানিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায়। তিনি পরিবারের সঙ্গে নগরীর ফিরিঙ্গি বাজার ভান্ডারী মাজার এলাকায় থাকেন।
গ্রেফতার তানিমকে শুক্রবার (২৮ মার্চ) আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
এমডিআইএইচ/এমকেআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ বর্জ্য ব্যবস্থাপনায় মিরপুরের আরামবাগে জে-ড্রাম স্থাপন
- ২ ২৫ নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনে জায়গা বরাদ্দ দিলো উত্তর সিটি
- ৩ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির
- ৪ ঘনকুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি
- ৫ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি