ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৯ এএম, ১১ এপ্রিল ২০২৫

আজ দুপুর ১টার মধ্যে দেশের চার অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ শুক্রবার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দেশের বৃষ্টির আভাস থাকায় তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আরএএস/বিএ