ফিলিস্তিনের পক্ষে মিছিলে মুখরিত শাহবাগ মেট্রো স্টেশন
কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে আসছে মানুষ
ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় আজ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। মেট্রোরেলে করে যারা কর্মসূচিতে আসছেন তাদের অনেকেই শাহবাগ মেট্রো স্টেশনে নেমে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশনে দেখা যায়, কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে আসছেন বিভিন্ন এলাকার মানুষজন। তারা মেট্রোরেল থেকে নেমেই স্টেশনে স্লোগান দেওয়া শুরু করছেন।

স্টেশনের চলন্ত সিঁড়ি, বের হওয়ার স্থান এবং বিভিন্ন স্পটে স্লোগান দিতে দেখা গেছে। মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে সড়কে- সর্বত্র ফিলিস্তিনের পতাকা হাতে মানুষ মিছিল দিচ্ছেন। শাহবাগ ও আশপাশের এলাকার সর্বত্র এখন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দখলে।
আরও পড়ুন
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর দুইটার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ শুরু হবে। এরপর এসব জনস্রোত মিলিত হবে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে। সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে।

কর্মসূচি উপলক্ষে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। ফিলিস্তিনের পক্ষে সংহতি এবং ইসরায়েলের বর্বর আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সর্বস্তরের নাগরিকরা এতে অংশ নিয়েছেন।
এসইউজে/কেএসআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ কফিন দক্ষিণ প্লাজায় নয়, থাকবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে
- ২ খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৩ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
- ৪ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক
- ৫ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা