ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হোটেল সোনারগাঁওয়ের সামনে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন পারভেজ জানান, খবর পেয়ে সোনারগাঁও হোটেলের সামনে থেকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, স্থানীয়দের মুখে জানতে পারি সোমবার দিনগত রাত ৪টার দিকে ওই নারী রাস্তা পার হতে গেলে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। সিসি টিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা জবে। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/জেআইএম