চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুজন গ্রেফতার
কক্সবাজার থেকে আসার পথে চট্টগ্রামে এনে ১৪ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগে গাড়িচালক মো. লোকমান ওরফে তারেক (২৬) এবং হেলপার মো. হানিফকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) সকালে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোবারক হোসেন নামে গাড়ির সুপারভাইজার পলাতক রয়েছে। অন্যদিকে ভিকটিম কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি আফতাব হোসেন বলেন, ভিকটিম কিশোরীকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার যাত্রীবাহী বাসে উঠলে চালক, হেলপার ও সুপারভাইজার মিলে জোরপূর্বক চট্টগ্রাম শহরে নিয়ে আসে। এরপর মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বুধবার ভোররাত পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনালে এনে তারা কিশোরীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগ পেয়ে দ্রুত গাড়ির চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। ঘটনায় জড়িত বাসের সুপারভাইজরকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
এমডিআইএইচ/এমএইচআর
সর্বশেষ - জাতীয়
- ১ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে ছিলেন তুরাগে, অবশেষে গ্রেফতার
- ২ বিয়ের আসরে নবদম্পতির প্রতিবাদী বার্তা ‘জাস্টিস ফর হাদি’
- ৩ গুলিস্তানে খদ্দর বাজার কমপ্লেক্সের ছাদে ছিল জায়নামাজ-টুপির গুদাম
- ৪ ইটভাটায় কনভেয়ার বেল্ট মেশিনে পড়ে প্রাণ গেলো শ্রমিকের
- ৫ গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে