ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘দরকার হলে সংসদে ফোল্ডিং চেয়ার বসানো হোক’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:০৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৫

জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। সেক্ষেত্রে আসন সংকট হলে জাতীয় সংসদের মূল কক্ষে ফোল্ডিং চেয়ার বসানোর কথা বলেছেন কমিশন প্রধান ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হক।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শিরিন পারভিন হক বলেন, দেশের জনসংখ্যা অনুপাতে জাতীয় সংসদে ৩০০ আসন মোটেও পর্যাপ্ত নয়। এক্ষেত্রে তাদের প্রস্তাবিত ৬০০ আসলে উন্নীত করার যথেষ্ট যুক্তি রয়েছে। এ প্রস্তাব আমাদের কাছে উদ্ভট নয়, অনেকে বলছে উদ্ভট। দেখা যাক, আমরা আলোচনার জন্য রাখলাম, বিতর্ক হোক। দেখা যাক কী কী যুক্তি আসে।

তিনি বলেন, আমরা শুনেছি এখন সংসদের যে মূল কক্ষ সেখানে নাকি ৬০০টি আসন বসানো যাবে না, দরকার হলে ফোল্ডিং চেয়ার বসানো হোক।

এমইউ/ইএ/জেআইএম