ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দিনে-দুপুরে যুবককে জোর করে তুলে নেওয়ার ঘটনা পর্যালোচনা করছে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৪ এএম, ২০ এপ্রিল ২০২৫

রাজধানীর উত্তরা এলাকায় এক যুবককে জোর করে প্রাইভেটকারে তুলে নেওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে তারা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করেছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ এ তথ্য জানান।

ওসি শামীম বলেন, উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশের সড়কে এক যুবককে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে। বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। কে বা কারা ওই তরুণকে তুলে নিয়ে গেছে, তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরা থেকে জোর করে তরুণকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মাস্ক করা যুবককে জোর করে প্রাইভেট কারে তোলে তিনজন। পরে গাড়িটি বিমানবন্দরের দিকে দ্রুত চলে যায়।

তবে এ ঘটনাটি কবে তা জানা যায়নি।

টিটি/এমআইএইচএস