ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২১ এপ্রিল ২০২৫

গত কয়েকদিনে ঢাকায় কম-বেশি বৃষ্টি হয়েছে। গত ১৬ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টি হয়। এছাড়াও রোববার ২ মিলিমিটার বৃষ্টি হয়। বুধবার (২১ এপ্রিল) রাজধানীতে সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর থেকে এখনো ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা সোমবার দুপুরে জাগো নিউজকে বলেন, ঢাকার তাপমাত্রা আজ বৃদ্ধির প্রবণতা নেই। তাই গরম কম। এছাড়া আকাশে এখন কালো মেঘের সঙ্গে বজ্রমেঘও রয়েছে। সন্ধ্যার আগে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনাও আছে।

আরও পড়ুন:

তিনি বলেন, এখন কালবৈশাখীর প্রভাবে আকাশে মেঘের সঞ্চার রয়েছে। দমকা হাওয়া বইছে বিভিন্ন জায়গায়। আগামীকাল থেকে এমন অবস্থা থাকবে না। তবে আকাশ একদম মেঘমুক্ত থাকবে না। মঙ্গলবার ঢাকার আকাশে মাঝে মাঝে মেঘের আনাগোনা থাকতে পারে। কাল তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে খুব বেশি গরমের সম্ভাবনা নেই।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এসএনআর/জেআইএম