ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ জাস্টিস পার্টির নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২২ এপ্রিল ২০২৫

দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে বাংলাদেশ জাস্টিস পার্টি। গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির নির্বাহী সভাপতি শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে এ আবেদনপত্র জমা দেওয়া হয়। পার্টির সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মানসুর আলম সিকদার এ সময় উপস্থিত ছিলেন।

জাস্টিস পার্টির সভাপতি ড. সৈয়দ জাবেদ মোহাম্মদ সালেহউদ্দিন নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের শর্তসমূহ পূরণের আলোকে নির্বাচন কমিশনে আবেদনপত্র এবং ডকুমেন্টস জমা দিতে এই প্রতিনিধি দল নিযুক্ত করেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

১৯৮১ সালে বাংলাদেশ জাস্টিস পার্টি আনুষ্ঠানিকভাবে দলের কার্যক্রম শুরু করে। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৫২’র ভাষা আন্দোলন এবং আইয়ুববিরোধী আন্দোলনে সরাসরি অংশ নেন এবং একাধিকবার কারাবরণ করেন।

ওয়ান ইলেভেনের পর অন্তর্বর্তী আওয়ামী স্বৈরাচার সরকারের সময় নানা প্রতিকূলতার কারণে নিবন্ধনের জন্য আবেদন করা হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশ জাস্টিস পার্টি নতুনভাবে ঢেলে সাজানো হয় এবং নিবন্ধনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।

২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত নির্বাচন কমিশনে আওয়ামী লীগ এবং ভারতের মিত্রদের আশীর্বাদ প্রাপ্ত দলের বাইরে কোন দলের পক্ষে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার অনুকূল অবস্থা ছিল না।

জেএইচ/এএসএম