মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১০
রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন, শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-ওয়াসিম (৩২), শাহ জালাল (২৮), মেরাজ (২৪), কবির (৫৩), ইসলাম (৪২), শুক্কুর (২২), সুজেল (১৯), রফিকুল ইসলাম (২২), সাইফুল ইসলাম (২০) ও তায়েবা (২২)।
তাদের মধ্যে মাদক মামলায় ৬ জন, দ্রুত বিচার আইনে ১ জন, প্রতারণা মামলায় ১ জন, অন্যান্য-১ জন ও ডিএমপির মামলায় ১ জন।
গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ হাদির খুনে রাষ্ট্রযন্ত্র জড়িত, কাগুজে চার্জশিট মানি না: জাবের
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব