ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রেমের ফাঁদে কিশোরী অপহরণ, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে অপহরণের ঘটনায় অন্তু ঘোষ ওরফে লিংকন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।

এসময় ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার অন্তু ঘোষ চান্দগাঁও থানাধীন উত্তর চান্দগাঁও হিন্দু পাড়ার মৃত শিবু কুমার ঘোষের ছেলে।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে কিশোরী অপহরণের জড়িত লিংকন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা হয়েছে।

এমডিআইএইচ/জেএইচ/জিকেএস