ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী শিশুসহ দগ্ধ ৫

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৮ এএম, ২৮ এপ্রিল ২০২৫

গাজীপুরের জয়দেবপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। ভুক্তভোগীরা হলেন, সাইমা (৩০), পারভিন (৩৫), তানজিলা (১০), তাসলিমা (৩০) ও আয়ান (১)।

রোববার (২৭ এপ্রিল) রাত পৌনে এগারোটার দিকে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

জাতীয় বর্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান,গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাদেরকে জরুরি বিভাগে ড্রেসিং চলছে।

জাতীয় বর্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। সীমার ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ, তাসলিমার ৯৫ শতাংশ ও শিশু আয়ানের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

কাজী আল-আমিন/এমএসএম