ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অন্যায় আবদার না করার অনুরোধ আইজিপির

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

দেশবাসী যেন অন্যায় আবদার না করেন সেই অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেন, একটা অনুরোধ, আমি দেশবাসীকে বলতে চাই, আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই- এই অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন- এসব আবদারও আসে।

আইজিপি বলেন, বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে। আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি। আমার প্রতি অন্যায় আবদার যতটুকু পারেন যেন কম হয়, এটাই প্রার্থনা।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এমইউ/বিএ/এএসএম