খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
রাজধানীর খিলগাঁও একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই নিভে গেছে আগুন।
এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আমরা খবর পাই খিলগাঁও রেলগেটের পাশে একটি নির্মাণাধীন ভবনে চটের বস্তায় আগুন লেগেছিল। খিলগাঁও থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রওয়ানা। তখন পথেই খবর আসে যে আগুন নিভে গেছে।
কেআর/জেডএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে