ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, এনআইডি কার্ড দেখে মিললো পরিচয়

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০২ মে ২০২৫

রাজধানীর কারওয়ান বাজারে গাড়ির ধাক্কায় শাহ আলম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওই বৃদ্ধের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে তার নাম পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

ভুক্তভোগী বৃদ্ধকে ঢামেকে নিয়ে আসা পথচারী মো. নাঈম বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন এক বৃদ্ধ। আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। ওই বৃদ্ধের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

কাজী আল-আমিন/কেএসআর/এএসএম