জমি কেনায় দুর্নীতি
ন্যাশনাল লাইফের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলম/ ছবি- সংগৃহীত
জমি কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সাবেক এমপি মোরশেদ আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংয়ের এমডি সাইফুল আলমকে আসামি করা হয়েছে।
রোববার (৪ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক গোলাম মাওলা বাদী হয়ে এ মামলা করেন।
আরও পড়ুন
- দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে
- স্ত্রীসহ সাবেক কর কর্মকর্তা রঞ্জিত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা
মামলার এজাহারে বলা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোম্পানির এরিয়া অফিসের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলম তার ভাই মো. জসিম উদ্দিনের মালিকানাধীন জমি কেনেন। বিষয়টি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকা সত্ত্বেও তা গোপন করে অস্বাভাবিক দামে এ জমি কেনা হয়। এর মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধানে উঠে আসে, ৩ কোটি ৭৮ লাখ টাকা জমির দাম হলেও ৬ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা।
এসএম/কেএসআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ কফিন দক্ষিণ প্লাজায় নয়, থাকবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে
- ২ খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৩ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
- ৪ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক
- ৫ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা