হাতিরঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকা থেকে সাবিনা আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ রিয়াল জানান, খবর পেয়ে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকায় এক কিশোরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
নিহতের মামাতো বোন মজিদা বেগম জানান, ছবি দেখে আমার বোনকে শনাক্ত করি। সাবিনা বাসায় থাকত না বান্ধবীদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত।
সাবিনার গ্রামে বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার আন্দারদিয়া গ্রামে। বাবার নাম জয়নাল উদ্দিন। হাতিরঝিল এলাকায় থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
কাজী আল-আমিন/জেএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সরকারের অধ্যাদেশগুলোতে রাষ্ট্র সংস্কারের স্পষ্ট প্রতিফলন নেই
- ২ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে খুন করেন হোটেলকর্মী
- ৩ অনুগত নয়, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে জনবান্ধব করতে হবে: সুব্রত চৌধুরী
- ৪ যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তারা মারাত্মক বিভাজনে জড়িয়েছে
- ৫ খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত