পাহাড়তলীতে ইয়াবাসহ বাসযাত্রী গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ নুরুল আমিন (৩৩) নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ মে) দিবাগত রাতে পাহাড়তলী থানাধীন কৈবল্যধাম ঢাকা ট্রাংক রোডে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার নুরুল আমিন কক্সবাজর জেলার চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক রমিজ আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মূলত কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এমডিআইএইচ/জেএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সরকারের অধ্যাদেশগুলোতে রাষ্ট্র সংস্কারের স্পষ্ট প্রতিফলন নেই
- ২ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে খুন করেন হোটেলকর্মী
- ৩ অনুগত নয়, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে জনবান্ধব করতে হবে: সুব্রত চৌধুরী
- ৪ যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তারা মারাত্মক বিভাজনে জড়িয়েছে
- ৫ খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত