কোরবানির পশু পরিবহনে এবারও দুটি বিশেষ ট্রেন
পশু পরিবহনে এ বছরও ক্যাটল স্পেশাল ট্রেন চলবে/ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহায় যাত্রী পরিবহনের পাশাপাশি পশু পরিবহনে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (৪ মে) রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচলক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে ঈদ প্রস্তুতি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাটল স্পেশাল-১ ট্রেনটি আগামী ২ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন সকাল ৬ টা ৩০ মিনিটে। ক্যাটল স্পেশাল-২ ট্রেনটি আগামী ২ জুন ইসলামপুর বাজার থেকে বিকেল ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে। আবার ক্যাটল স্পেশাল-১ ট্রেনটি ৩ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪ জুন সকাল ৬টা ৩০ মিনিটে।
প্রতি বছরই কোরবানির পশু পরিবহনে ক্যাটল স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে বাংলাদেশ রেলওয়ে।
এনএস/ইএ/জেআইএম