ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করায় সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বিরুদ্ধে মামলা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর ও পদদলিত করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলা দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিকী।

এ মামলায় ২ নং সাক্ষী করা হয়েছে ওই এলাকার সংসদ সদস্য সালমা ইসলাম।

অভিযোগ অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দোহারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আবদুল মান্নান খানের নাম না বলায় তিনি নিজেই কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ছবি সংবলিত পোস্টার-ব্যানার ছিঁড়ে পদদলিত করেন। একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করীম ভূইয়াও অনুষ্ঠান মঞ্চে সাবেক প্রতিমন্ত্রীর হাতে নাজেহাল হন।