মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২০
মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করে পুলিশ
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (৫ মে) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, সোমবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন
- ঢাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ সদস্য গ্রেফতার
- তেজগাঁওয়ের ৬ থানা এলাকায় দিনব্যাপী পুলিশের অভিযান, গ্রেফতার ৭৪
গ্রেফতাররা হলেন- তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়া (২৩), কামরুল (৩৫), মিলন (২১), নয়ন (৩৪), তুহিন (৩৩), শরীফ (২০), জহুরুল (২৬), রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫), আইয়ুব (১৯), জিসান (২৫), লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) ও জামাল (২৪)।
এদের মধ্যে ডিএমপির মামলায় ৬ জন, প্রতারণা মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন ও চুরির মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এএমএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ছিলেন হাদি: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ২ অপরাধীদের শাস্তি ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সরকার: ফারুকী
- ৩ সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবিতে
- ৪ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া
- ৫ ঢাকায় নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র্যাব-সেনা