কমলাপুরে ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ : নিহত ৬
রাজধানীর কমলাপুরের টিটিপাড়ায় ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে লেবেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নাঈম ইসলাম (১৬)। তিনি ঢাকার মুগদা এলাকায় থাকতেন। নাঈমের খালাতো ভাই মাহফুজ জানান, নাঈম নারায়ণগঞ্জ থেকে ওই ট্রেনে ঢাকা ফিরছিল।
তাৎক্ষণিকভাবে নিহত অন্যান্যদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালায়।
ফায়ার সার্ভিসের এক কর্মকতা জানান, এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকেই। তাদের অবস্থা অাশঙ্কাজনক।
সর্বশেষ - জাতীয়
- ১ হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার
- ২ আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩
- ৪ মণিপুরী জীবনধারা নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী
- ৫ বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো