ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামের ছিপাতলী ইউপি চেয়ারম্যান লাভু কারাগারে

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৯ মে ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভুকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৯ মে) দুপুরে হাটহাজারী থানার দুই মামলায় চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নুরুল আহসান লাভু জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও হাটহাজারী এলাকার সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহসান লাভুকে হাটহাজারী পৌরসদরের নিজ বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যাসহ দুই মামলায় লাভু চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এমডিআইএইচ/কেএসআর/এএসএম