রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুরের দুর্গা মন্দির গলি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. নুর ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. ওসমান গনি বলেন, আমার ভাই রাত ৮টার দিকে মোহাম্মদপুর দুর্গা মন্দির গলি এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দুর্বৃত্ত এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। ভাইকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ কফিন দক্ষিণ প্লাজায় নয়, থাকবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে
- ২ খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৩ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
- ৪ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক
- ৫ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা