ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাত ৯টার মধ্যে ১৮ জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১৮ মে ২০২৫

রাত ৯টার মধ্যে দেশের ১৮ জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের সই করা বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার রাত ৯টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এবং সিলেট জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বজ্রপাত চলাকালীন ঘরের বাইরে যাবেন না। বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শুনবেন সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করুন।

আরএএস/জেএইচ/জেআইএম