সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ বাস্তবায়নে ২ কমিটি গঠন
বাংলাদেশ সচিবালয়/ফাইল ছবি
বাংলাদেশ সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ বাস্তবায়নে দুটি কমিটি গঠন করেছে সরকার। ‘মনিটরিং কমিটি’ এবং ‘বাস্তবায়ন কমিটি’ গঠন করেছ সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ দুই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, গত ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগের একটি স্মারকে সচিবালয়ে বর্তমান অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা বিবেচনায় ভবিষ্যতে সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে স্বল্পমেয়াদি ব্যবস্থাপনা (১-৬ মাস), মধ্যম মেয়াদি ব্যবস্থাপনা (৬-১২ মাস) এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা (১২ মাসের ঊর্ধ্বে) সম্বলিত সুপারিশগুলো বাস্তবায়নে ‘মনিটরিং কমিটি’ এবং ‘বাস্তবায়ন কমিটি’ গঠন করা হলো।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনিরুল আলমকে আহ্বায়ক করে সাত সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, এ কমিটি বাংলাদেশ সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের সুপারিশমালার আলোকে গণপূর্ত মন্ত্রণালয় থেকে গঠিত বাস্তবায়ন সংক্রান্ত কমিটির কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ; বাস্তবায়ন কমিটির প্রতিবেদন বিশ্লেষণ করে সুপারিশ প্রণয়ন এবং সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বিষয় সংক্রান্ত নীতিমালাগুলো সংশোধন, পরিমার্জন ও সংযোজন বিষয়ে সুপারিশ প্রণয়ন।
অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের ই/এম (ইলেক্ট্রো মেকানিক্যাল) সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে আহ্বায়ক করে ৫ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের সুপারিশমালার আলোকে কার্যক্রম বাস্তবায়ন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সঙ্গে কার্যক্রমের সমন্বয় সাধন। স্বল্পমেয়াদি, মধ্যম মেয়াদি ও দীর্ঘমেয়াদি কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করে প্রতি মাসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠাবে।
আরএমএম/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ মানববন্ধনে হামলার প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় ব্যবসায়ীরা
- ২ পটিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪
- ৩ দুপুর পর্যন্ত কেউ মনোনয়ন জমা দেননি ঢাকা জেলা কার্যালয়ে
- ৪ চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, সেনা মোতায়েন
- ৫ অপরাধীদের আটকাতে সীমান্তে কঠোর নজরদারি চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা