ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৯ মে ২০২৫

ঢাকাসহ দেশের ১৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১৯ মে) দিবাগত রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ, সিলেট রংপুর অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আরএএস/ইএ/এমএস