ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে মেশিনে চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০০ এএম, ২৬ মে ২০২৫

রাজধানীর ভাটারা থানা এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিং করার সময় মেশিনে চাপা পড়ে শোহেব মাহামুদ (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৫ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো ভাই মো. ইলিয়াস বলেন, আমার ভাই একজন নির্মাণ শ্রমিক। পাইলিংয়ের কাজ করার সময় মেশিনের চাপায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/জিকেএস