ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৬ মে ২০২৫

রাজধানীর ডেমরা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সোমবার (২৬ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার ইমরান হোসেন মিরপুর মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। গত বছরের ৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রুজু হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ ফলপট্টি এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম হৃদয় গুরুতরভাবে আহত হয়।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এমআইএইচএস/এএসএম