বাড্ডায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানী বাড্ডার দক্ষিণ বার্তা নানিবাড়ি মোড় এলাকার একটি বাসায় মো. রবিন (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন রিপা বলেন, আমার ভাই মাঝে মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। তার কিছুটা মানসিক সমস্যা ছিল। কিছুদিন আগে ঢাকা মেডিকেলে মানসিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারপরে থেকে আমরা তাকে চোখে চোখে রাখতাম।গতকাল রাতে হঠাৎ তার নিজ ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়।
তিনি বলেন, আমাদের বাড়ি ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানায়। বর্তমানে দক্ষিণ বাড্ডা নানিবাড়ি মোড় এলাকার একটি টিনশেড বাসায় পরিবারের সঙ্গে থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নানা মাধ্যমে গণভোট নিয়ে অপপ্রচার চলছে: সিএ প্রেস উইং ফ্যাক্ট
- ২ গণভোটে অংশ নিন, ‘হ্যাঁ’ তে সিল দিন: প্রধান উপদেষ্টা
- ৩ ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচলের আশ্বাস চেয়ারম্যানের
- ৪ শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে কারাদণ্ড-জরিমানা
- ৫ জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩