মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫
রাজধানীর মোহাম্মদপুরে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (৩১মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (৩১মে) দিনব্যাপী মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, শুক্রবার (৩১ মে) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ২৫ জন হলো, জনি (২২), সাগর (২৫), রাব্বি (২০), রাব্বি (১৯), সোহেল (৩২), জুম্মান (৪৯), শরীফ (২৭), ফয়সাল (২৫), ইয়াসিন (৩২), মোস্তাফিজুর রহমান (২৬), মিনারা (৪৫), হেলাল (৩৭), হায়দার (৪০), মাহাবুব (১৯), আজগর (৪৫), জাহিদ (২৯), ইয়াসিন (২৮), আলতাফ (২৪), তোফাজ্জল (৪৫), নাসির (২৮), সোহেল(২৭), রতন(৩৪), শাহাদাত (৩৫), জামাল (৫৪) ও শাহাদাত (১৯)।
তাদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জন, দ্রুত বিচার আইনে ২ জন, নাশকতার মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, ডিএমপির মামলায় ৭ জন গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/এসএনআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ মানববন্ধনে হামলার প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় ব্যবসায়ীরা
- ২ পটিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪
- ৩ দুপুর পর্যন্ত কেউ মনোনয়ন জমা দেননি ঢাকা জেলা কার্যালয়ে
- ৪ চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, সেনা মোতায়েন
- ৫ অপরাধীদের আটকাতে সীমান্তে কঠোর নজরদারি চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা