ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ৩১ মে ২০২৫

ঢাকায় সকাল থেকে বৃষ্টিপাত কমে যাওয়ায় বেড়ে যায় ভ্যাপসা গরম। এতে অস্বস্তি বাড়ে নগরজীবনে। তবে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বিকেলে বৃষ্টিতে স্বস্তি দিয়েছে জনজীবনে।

শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টা থেকে রাজধানীর আগারগাঁও, মিরপুরসহ অনেক এলাকায় বৃষ্টি শুরু হয়। এরপর বিকেল ৪টা থেকে বৃষ্টি বাড়তে থাকে। অন্যদিকে বৃষ্টির সঙ্গে মেঘের গুঞ্জন রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাতেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। পাশাপাশি ভ্যাপসা গরমও থাকতে পারে।

শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরএএস/এমআইএইচএস/জেআইএম