ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাহাড়ে ব্যাঙ খুঁজতে গিয়ে অপহৃত ৫ যুবক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০১ জুন ২০২৫

পাহাড়ে ব্যাঙ খুঁজতে গিয়ে অপহৃত ৫ আদিবাসী যুবককে উদ্ধার করেছে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। রোববার (১ জুন) ভোরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন মহিষের বাম ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার অপহৃতরা হলেন- পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা এবং চসিং মারমা। অপহৃত সবাই রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন আমতলী পাড়ার বাসিন্দা।

ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উদ্ধৃত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদা বলেন, শুক্রবার সন্ধ্যায় চন্দ্রঘোনা থানাধীন আমতলী পাড়া এলাকা থেকে বৃষ্টির পানিতে ব্যাঙ শিকারে বের হন ৫ যুবক। তারা পাহাড়ি পথে দক্ষিণ রাঙ্গুনিয়ার লালারখিল এলাকায় ব্যাঙ ধরতে গেলে ৫-৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে। এরপর ভিকটিমদের জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।

শনিবার সকালে সন্ত্রাসীরা মোবাইলে ভিকটিমদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পেলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে ভিকটিমদের পরিবারের লোকজন শনিবার দিনগত রাতে বিষয়টি থানায় অবগত করে।

ওসি বলেন, অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করে নারিশ্চা রাস্তা হয়ে বরখোলা মগপাড়া এলাকা হয়ে মহিষের বাম ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যান।

এসময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ৫ ভিকটিমকে উদ্ধার করা হয় বলে জানান ওসি।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম