মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ফাইল ছবি
টঙ্গী-কালিগঞ্জ মহাসড়কের টঙ্গী নিমতলী ব্রিজ নামক স্থানে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত কাজের জন্য মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২ জুন) সন্ধ্যায় তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
তিতাস জানায়, টঙ্গী বিসিক, পাগাড়, মরকুন, শিলমুন, মাজুখান বাজার, আরিচপুর, গোপালপুর ও তালটিয়া বাজার এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া এই এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএস/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
- ২ ভোটে থাকবেন ৬৯ রিটার্নিং কর্মকর্তা, তিনজন বাদে সবাই ডিসি
- ৩ সীমিত পরিসরে ইসির নিজস্ব কর্মকর্তারা হলেন রিটার্নিং কর্মকর্তা
- ৪ নির্বাচনকে প্রভাবিত করা আইন ছাড়া সব সিদ্ধান্ত নিতে পারবে সরকার
- ৫ প্রার্থী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে ভোটে যোগ্য হবেন