রাজধানীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. খোকন শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রাবাড়ী ফ্লাইওভারের ঢালে সাদ্দাম মার্কেটের সামনে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে তারা ওই বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে মঙ্গলবার (৩ জুন) সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মো. রাজিব আরও জানান, স্থানীয়দের কাছে জানতে পেরেছেন বৃদ্ধ খোকন শেখ সাদ্দাম মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন।
নিহত খোকন শেখ জামালপুর সদর থানার মুরাদাবাদ এলাকার সৈয়দ আলীর সন্তান।
কাজী আল-আমিন/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার
- ২ আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩
- ৪ মণিপুরী জীবনধারা নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী
- ৫ বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো