শব্দদূষণ রোধে ঢাকায় অভিযান-জরিমানা

শব্দদূষণ রোধে গাইবান্ধা, গাজীপুর এবং ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিনের বিষয়ে অভিযান চালানো হয়।
রোববার (১৫ জুন) পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন রোধে পরিবেশ অধিদপ্তর এসব অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিযানকালে পলিথিন উৎপাদনকারী একটি কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৮ হাজার ৬১৫ কেজি পলিথিন জব্দ এবং কারখানা সিলগালা করা হয়।
এছাড়া ঢাকার পল্লবী ও আদাবরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় চারটি মামলার মাধ্যমে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী রাজবাড়ী ও ঢাকার দারুস সালাম এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনাকালে ১১ মামলার মাধ্যমে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
এছাড়া কালো ধোয়া নির্গমন রোধে ঢাকার দারুস সালামে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং পরিবহন চালকদের সতর্ক করা হয়।
এফএইচ/জেডএইচ/
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ইনভয়েসিং-ওভার ইনভয়েসিং নিয়ন্ত্রণ করতে না পারা সমন্বিত ব্যর্থতা’
- ২ দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র
- ৩ বিকেলে ড. ইউনূসের সঙ্গে যমুনায় বসছেন ১৪টি রাজনৈতিক দলের নেতারা
- ৪ জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন-সংগ্রামের একটি মাইলফলক: শেখ বশিরউদ্দীন
- ৫ পরিবেশ রক্ষা এখন শুধু নীতির বিষয় নয়, মানবিক দায়িত্ব